2021-2022 শিক্ষা বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
29/8/2022
14 ভাদ্র 1429
2021-2022 শিক্ষা বর্ষে ‘ঘ’ ইউনিটের মাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগে ১ম বর্ষ বি.এ (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য মনোনিত ছাত্র-ছাত্রীদে নিম্নোক্ত তারিখ ও সময় সূচি অনুযায়ী উল্লেখিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
তারিখ ও দিন | সময় | স্থান | মেধাক্রম | গ্রুপ | ইউনিট |
05/9/2022
সোমবার |
বেলা 1:00 টা | কলাভবন
কক্ষনং 2019 |
1815 থেকে 2699=05 জন | বিজ্ঞান | ঘ |
1. | ডাউনলোডকৃত টাকা প্রাপ্তি রশিদ; |
2. | এস.এস.সি ও এইচ.এস.সি/ সমমানের পরীক্ষার নম্বরপত্রের 2 কপি করে ফটোকপি (সত্যায়িত ছাড়া); |
3. | এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর (মূল কপিসহ) 2 কপি করে ফটোকপি(সত্যায়িত ছাড়া); |
4. | এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার প্রশংসা পত্র (মূল কপিসহ) 2 কপি করে ফটোকপি (সত্যায়িত ছাড়া); |
5. | 3 কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি(সত্যায়িত ছাড়া); |
6. | মনোনয়নপত্র 2 কপি(সত্যায়িতছাড়া); |
7. | ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও উহার 2 কপি করে ফটোকপি (সত্যায়িত ছাড়া); |
8. | পিতা/মাতা/বৈধ অভিভাবকের আয়ের মূল সনদ পত্র (প্রথম শ্রেণির গেজেটেড/ সম মর্যাদা সম্পন্ন অফিসার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত); |
9. | বিভাগীয় সেমিনার ফি, কম্পিউটার ল্যাব ফি, সিলেবাস ফি, উন্নয়ন ফি ও অন্যান্য ফি বাবদ সর্বমোট 6,000/- (ছয়হাজার) টাকা। |
(অধ্যাপক ড. মুহাম্মদআব্দুররশীদ)
কনভেনার
১ম বি.এ (সম্মান)ভর্তি কমিটি : 2021-2022 শিক্ষা বর্ষ (101তম ব্যাচ)
ইসলামিক স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়